মেহেরপুরের আমঝুপিতে ফ্রিল্যান্সারদের কর্মশালা
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই বাড়ছে অনলাইনে আয়ের নানামুখি সুযোগ। এ সুযোগে কাজে লাগিয়ে একজন মানুষ ঘরে বসেই জীবনকে বদলাতে পারে। নিজেকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই ধরা দেবে অধরা সেই কাঙ্খিত সাফল্য। যা বদলে দেবে একজন মানুষের জীবন। বদলে দেবে আমাদের দেশের অর্থনীতি। বেকারত্বের অভিশাপ মুক্তিতে আর চাকুরীর জন্য অপেক্ষা নয়। ফ্রিল্যান্সিংই হতে পারে মোক্ষম হাতিয়ার। আজ সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি প্রাঙ্গণে ফ্রিল্যান্সারদের এক কর্মশলায় সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন ইউনিক সফট বিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেশবরেণ্য ফ্রিল্যান্সার মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সম্পাদক নাহিদ হাসান রনি, চুয়াডাঙ্গা জেলা ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সম্পাদক আহম্মদ সাদিদ রেজা, ফ্রিল্যান্সার ইয়াজদানী উল্লাস, সিমসান মল্লিক, আলমগীর হোসেন ও ইমরান হোসেন প্রমূখ। বিস্তারিতঃ মেহেরপুর নিউজ ২৪
মেহেরপুরের আমঝুপিতে ফ্রিল্যান্সারদের কর্মশালা
Reviewed by Munshi
on
অক্টোবর ২২, ২০১৪
Rating: 5