মেহেরপুর পৌর মেয়রের ওয়েব সাইট মেয়র মতু ডটকম-এর উদ্বোধন
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYenFSIN1t3KlSE7lnVUlipqx_D77zUwVcSP2ilRYSXLIvoi2ApJZIV7qL-AEn5ElNyRvcFS3nwAPWhyuytlHXefCTb61cPK9DOo-O0kgC3IVPN13IRe3WjvkeZYltK_NrXq2D8eYjIaA/s1600/file.jpeg)
মেহেরপুরে মেয়র মতু ডটকম (http://mayormotu.com/) নামের একটি ওয়েব সাইটের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পৌরসভার কালাচাদ মেমোরিয়াল হলে ওয়েব সাইটির উদ্বোধন করেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি ছিলেন ফ্রীল্যান্সার মুন্সি জাহাঙ্গীর জিন্নাত (হিরোক), হিরোক তাঁর বক্তব্যে বলেন মেহেরপুরে ফ্রিল্যান্সিং (ইন্টারনেট থেকে টাকা আয়) পেশাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আগামী মাস থেকেই হিরোকের প্রতিষ্ঠান ইউনিক সফট বিডি-এর সার্বিক সহায়তায় এবং মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর পৌরসভা থেকে সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। আরও বক্তব্য রাখেন সোয়েব রহমান, ইউনিক সফট বিডি-এর ওয়েব ডেভেলপার ইয়াজদানী উল্লাস। এখন থেকে ওয়েব সাইটিতে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর জীবন বৃত্তান্ত, পৌরসভার উন্নয়নের সকল তথ্য পাওয়া যাবে। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন মেহেরপুরকে একটি আকর্ষনীয় শহর গড়ে তোলার লক্ষ্যে আগামীতে একটি একাত্তর টাওয়ার নামে একটি টাওয়ার তৈরি করা হবে। যা শহরকে সৌন্দর্যমন্ডীত করবে। এছাড়াও এ শহরকে মাদক মুক্ত শহর গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন। এ জন্য সকলের সহযোগীতা চাইলেন তিনি। সূত্রঃ মেহেরপুর নিউজ ২৪
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC0pTz8Q5zpUBnaUipPm_oqjvvyj4Qp1cpGOymugH4CDdVlliv1eXkceQmZwcgN2cTqB6yqiAWPX8cBZ_lRSUSJIRHh00EVBoHmMHrKQGZsyqtDHYq1BJezSjlhFjpUJ67ruQ_mlOs_8I/s1600/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0+%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C+%E0%A7%A8%E0%A7%AA+%E2%80%93+%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0+%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0+%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC+%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F+%E2%80%9C%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0+%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%81+%E0%A6%A1%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AE%E2%80%9D-%E0%A6%8F%E0%A6%B0+%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8+2014-12-18+14-09-41.png)
মেহেরপুর পৌর মেয়রের ওয়েব সাইট মেয়র মতু ডটকম-এর উদ্বোধন
Reviewed by Munshi
on
ডিসেম্বর ১৮, ২০১৪
Rating: 5
![মেহেরপুর পৌর মেয়রের ওয়েব সাইট মেয়র মতু ডটকম-এর উদ্বোধন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYenFSIN1t3KlSE7lnVUlipqx_D77zUwVcSP2ilRYSXLIvoi2ApJZIV7qL-AEn5ElNyRvcFS3nwAPWhyuytlHXefCTb61cPK9DOo-O0kgC3IVPN13IRe3WjvkeZYltK_NrXq2D8eYjIaA/s72-c/file.jpeg)