বেকারত্ব মোচনে অসামান্য অবদান ॥ মুন্সি জাহাঙ্গীর জিন্নাতকে সম্মাননা
বেকারত্ব মোচনে অসামান্য অবদান স্বরুপ মেহেরপুর ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোককে সম্মাননা দিয়েছে জাগো মেহেরপুর। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মোমোরিয়াল হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন।
উল্লেখ্য, চাঁদবিল গ্রামের কৃতীসন্তান মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক ফ্রিল্যান্সিং এ দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইউনিট সফট বিডি নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে এখন বেকার যুবক-যুবতীদের শেখাচ্ছেন অনলাইনে আয়ের নানা কৌশল। তার এ অবদানে অনেক বেকার যুবক ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে স্বাবলম্বী হয়েছেন। তথ্য সূত্রঃ মুজিবনগর খবর
বেকারত্ব মোচনে অসামান্য অবদান ॥ মুন্সি জাহাঙ্গীর জিন্নাতকে সম্মাননা
Reviewed by Munshi
on
অক্টোবর ১৩, ২০১৫
Rating: 5