আউটসোর্সিংয়ের কাজ করে ৬০-৭০ হাজার টাকা আয়

বাড়িতে বসে ইন্টারনেটে আউট সোর্সিংয়ের কাজ করে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন মেহেরপুরের জাহাঙ্গীর জিন্নাত হিরক। তার কাছ থেকে প্রশিক্ষন নিয়ে কর্মসংস্থান হয়েছে আরও অনেক বেকার যুবকের।
Logo of News Mail BD

জেলার সদর উপজেলার জাহাঙ্গীর জিন্নাত হিরক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন বিবিএ ও এমবিএ। পরে আউটসোর্সিংয়ের কাজ শেখেন। বছর দুই আগে চলে আসেন নিজের গ্রাম.. চাঁদবিলে। বাড়িতে বসেই ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে প্রতি মাসে তার আয় ৬০ থেকে ৭০ হাজার টাকা।

আউটসোসিং প্রশিক্ষক, জিন্নাত হিরক জানান, গ্রামের বেকার যুবকদের সংগঠিত করে, হিরক গড়ে তোলেন ইউনিক সফ্ট আউটসোর্সিং নামের একটি প্রশিক্ষন কেন্দ্র। বিনা খরচে এখানে গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষন দেন তিনি। তার কাছ থেকে প্রশিক্ষন নিয়ে অনেকেই এখন কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে।

এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রুপান্তর করায় জিন্নাত হিরকের ওপর খুশি এলাকাবাসীও। বিস্তারিতঃ http://newsmailbd.com/index.php/2012-08-23-09-29-08/information-help/12491-2013-05-10-06-52-45

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.