মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শেষ হয়েছে। মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিম আরা হিরা।
মেলায় জেলায় তথ্য প্রযুক্তিতে অবদান রাখায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। 
স্থানীয় সরকার বিভাগে মেহেরপুর পৌরসভার মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু এবং সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিনকে পুরস্কৃত করা হয়।
তথ্য প্রযুক্তিতে সেরা উদ্ভাবক ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরক ও মো. সামসুজ্জোহাকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সেরা স্টল ইউনিক সফট বিডি, ২য় স্থান অধিকারি জেলা প্রাথমিক শিক্ষা আফিস, ৩য় স্থান অধিকারি মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৯টি স্টল প্রদর্শিত হয়। তথ্য সূত্রঃ এটি নিউজ বিডি


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.